নিউইয়র্কে এক উবারম্যান তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী এবং ২ টি বাচ্চাকে রেখে হানিট্র্যাপের শিকার হইয়া, এক কলেজ পড়ুয়া ছাত্রীকে বিয়ে করছে! হানিট্র্যাপ (বেক্তিগত অভিজ্ঞতা) নিয়া সে এখন ভিডিয় বানাইয়া ভাল ইনকাম ও করতাছে! এগুলি নিয়ে বলতে গেলে রুচিতে বাধে! আমি কারো নাম নেই নাই। সো, আজাইরা টাগাইয়েন না আমারে! আমার রুচিতে বাধে! আল্লার কসম!
ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে যেসব যুক্তি দেয়া হচ্ছে, যেসব অভিযোগ আনা হচ্ছে, সেগুলো প্রত্যেকটা ধরে ধরে যুক্তিখন্ডন করার কোনো ইচ্ছা আমার নেই।
কারণ এসব যুক্তি বা অভিযোগগুলোকে আমার কাঁচা, উদ্ভট, হাস্যকর, অযৌক্তিক ও অপ্রয়োজনীয় মনে হয়। কিছু কিছু মানুষ কনফার্মেশন বায়াস এর কারণে এসব প্রোপাগান্ডা ও মিথ্যাচারকেই বিশ্বাস করেন।"