Food Fantasy With Arafat তরুণ content creator এর আসল নাম Arafat Sarkar | তিনি সকলের মাঝে Food Fantasy With Arafat নামেই বেশী পরিচিত। Food Blogging টাকে নিজের পেশা বানিয়ে আজ তিনি জনগণের ভালোবাসার একজন পরিচিত মুখ।
শখের বশে শুরু আর আজ এটাই পেশা এটাই নেশা। সাধারণ মানুষদের বিনোদন এবং বাংলাদেশ এর ঐতিহ্যবাহী খাবার গুলো জনগণের নিকট তুলে ধরাই তার কাজ। তার মতে জনগণ চায় কম দামে ভালো খাবার আর এই কম দামে ভালো খাবার গুলো কে তিনি জনগণের সামনে তুলে ধরেন।
শুধু তাই নয়। তার ফেসবুক পেইজ Food Fantasy With Arafat এর প্রায় ৫লাখ এর অধিক অনুসারী রয়েছে। যাদের ভালোবাসাই তাকে আজ এই অবস্থান এ এনেছে বলে তার দাবী।
তরুণ এই Facebook Content Creator আজ একজন জনসাধারণের নিকট খুবই ভালোবাসার এবং আস্থার পাত্র।
নিজের পেশা এবং জনগণের ভালোবাসা অর্জনই তার প্রধান লক্ষ্য।
Press Reporter
Food Fantasy With Arafat.